জেনে নিন মাইক্রোসফট এক্সলের সাহায্যে সর্বোচ্চ ও সর্বনিম্ম সংখ্যা নির্নয়। - Modern Bangla24

এসো গড়ি প্রযুক্তিময় ডিজিটাল বাংলাদেশ।

Breaking

Breaking News

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ২৭ মার্চ, ২০১৬

জেনে নিন মাইক্রোসফট এক্সলের সাহায্যে সর্বোচ্চ ও সর্বনিম্ম সংখ্যা নির্নয়।

সম্মানীত ভিজিটর বৃন্দ আশা করি ভালই আছেন।আপনারা যারা মাইক্রোসফট এক্সলে নতুন তাদের জন্য এ পোস্টটি।আপনাদেরকে আমি আজ শেখাবো সর্বোচ্চ ও সর্বনিম্ম সংখ্যা নির্নয় পদ্ধতি।তাহলে চলুন শুরু করা যাক।প্রথমে Start- All Programs – Click Microsoft Excel. কাজটি করলে Microsoft Excel এর একটি ওয়ার্কশীট আসবে।এবার সূত্র শেখার জন্য আমরা সাধারণভাবে কিছু একটা লিখে কাজটা দেখে নিই।

A1 কলামে উপর থেকে নিচের দিকে কিছু সংখ্যা লিখুন। যেমন

১২১

১২৪

১২৪৫

১২০১

১৬৯৪ এভাবে।

এবার উক্ত সংখ্যা গুলোর মধ্যে সবথেকে বড় সংখ্যা কোনটি তা নির্নয় করতে যে কোন একটি ফাকা সেলে  ক্লিক করে সেখানে নিম্মের সূত্রটি লিখুন।

=MAX(প্রথম সেলের নাম: শেষের সেলের নাম)এরপর ইন্টার চাপুন। দেখুন সাথে সাথে ঐ ঘরে সবথেকে বড় সংখ্যাটি চলে এসেছে।

উদাহরণ:   =MAX(A1:A10)ইন্টার চাপুন।

ঠিক একইভাবে সর্বনিম্ম সংখ্যা জানার জন্য

=MIN(প্রথম সেলের নাম: শেষের সেলের নাম)এরপর ইন্টার চাপুন।

গড় জানার জন্য

=AVERAGE(প্রথম সেলের নাম: শেষের সেলের নাম)এরপর ইন্টার চাপুন।

কোন সংখ্যা একাধিক বার এন্ট্রি করা হয়েছে কিনা তা জানতে

=MODE(প্রথম সেলের নাম : শেষের সেলের নাম)এরপর ইন্টার চাপুন।

ভেদাংক বা Variation জানতে

=VAR(প্রথম সেলের নাম: শেষের সেলের নাম)এরপর ইন্টার চাপুন।

রেন্জ জানতে

=COUNT(প্রথম সেলের নাম: শেষের সেলের নাম)এরপর ইন্টার চাপুন।

আশা করি বুঝতে পেরেছেন।চেষ্টা করে দেখুন সফল হবেন। কোন সমস্যায় পড়লে কমেন্ট করে জানান। চেষ্টা করেবা সমাধান দিতে।ইনশা আল্লাহ।

এরকম অসংখ্য উপকারী তথ্য, টিউটোরিয়াল পেতে নিয়মিত ভিজিট করুন www.akotabd.wordpress.com  www.usefulblog24.blogspot.com    

http://modernbangla24.blogspot.com  

http://terokhadait.blogspot.com

 

www.facebook.com/akotabdwebs নিয়মিত ভিজিট করুন,  অজানাকে জানুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here