আসসালামু আলাইকুম। সকলের
সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের পোস্ট শুরু করছি।আমার আজকের পোস্টটি সকল ক্রিকেট
প্রেমী ভাই-বোনদের জন্য।
আপনারা
নিশ্চই জানেন যে, ১২ অক্টোবর চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে বাংলাদেশ মুখোমুখি হবে শক্তিশালী ইংল্যান্ড দলের। চট্টগ্রামে প্রায়
দুই সপ্তাহের এ সফরে ২০ অক্টোবর থেকে শুরু হবে টেস্ট সিরিজ। তবে টেস্ট সিরিজ শুরুর আগে ১৪ থেকে ১৫ এবং ১৬ থেকে ১৭
অক্টোবর এম এ আজিজ স্টেডিয়ামে
বিসিবি একাদশের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।
আপনাদের যাদের টিভির সামনে
বসে ক্রিকেট খেলা দেখার সুযোগ হয়নি তাদের জন্য খুবই আনন্দদায়ক হবে আমার আজকের পোস্টটি।আজ
আপনাদের জন্য নিয়ে এলাম দারুন একটি Apps. যেটির সাহায্যে আপনি অত্যন্ত স্বল্প গতির
ইন্টারনেট দিয়েও সামান্য ডাটা খরচ করে ক্রিকেটের লাইভ স্কোর আপডেট জানতে পারবেন।আপনি
অনেক সময় কাজের ঝামেলায় হয়তবা
টিভি দেখতে সময় পান না, আর অনেকে মোবাইলে টিভি দেখলে
মেগাবাইটও বেশি খরচ হয় মনে করে দেখেন না। তাদের জন্য এটি নিশ্চই আনন্দের হবে। খেলা
না দেখলেও অন্তত খেলার একটা বলও আপনার বাদ যাবে না। শুধু এই Apps টি চালু করেই পাবেন সকল স্কোর
আপডেট। শুধু তাই নয়, এর সাহায্যে ক্রিকেটের সকল সাম্প্রতিক খবরাবর, আসন্ন ক্রিকেট ম্যাচ
এর সময়সূচি বা প্রয়োজনীয় অনেক তথ্যাবলী জানতে পারবেন। আর ডাটা চার্জ অতি সামান্য।তাহলে
আর দেরি কেন লাইভ ক্রিকেট স্কোর Apps টি এখনই এখানে ক্লিক করে ফ্রি ডাউনলোড করে নিন।
ফাইল সাইজ মাত্রঃ
4.00MB.
আর যারা খেলা দেখতে বিশ্বাসী তাদেরকেও নিরাশ করবো না। তাদের জন্যও
থাকছে আরেকটি লাইভ টিভি Apps. যেটি ব্যবহার করে আপনি বাংলাদেশের প্রায় সব কয়টি টিভি চ্যানেল অনলাইনে দেখতে পারবেন। ইন্টারনেট
এর গতি তেমন ভাল না হলেও দেখতে তেমন অসুবিধা হবে না। তাহলে আর বাংলাদেশ এবং
ইংল্যান্ডের খেলা দেখা নিয়ে আর কোন চিন্তা রইল না। যেখানেই থাকুন না কেন,
আপনার মোবাইল ফোনে খেলা দেখুন। এছাড়া আপনার প্রিয়
অনুষ্ঠানটি দেখতে পারেন যে কোন সময়। এই apps টি ডাউনলোড
করতে এখানে ক্লিক করুন। (সাইজঃ 4.6 মেগাবাইট মাত্র)
ডাউনলোডের পর ইনস্টল করুন। এবার মোবাইলের ডাটা কানেকসন চালু করে Appsটি ওপেন করুন। তারপর যে চ্যানেল দেখতে চান, সেই চ্যানেলে গিয়ে
আরামচে দেখতে থাকুন। পোস্টটি ভাল লাগলে এবং এই apps টি থেকে উপকৃত হলে শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবার অনুরোধ রইলো। এরকম আরো উপকারী apps ফ্রি ডাউনলোড করতে এখানে যেতে পারেন।
উপরের Apps দুটি আপনাদের উপকারে লাগলে প্রত্যেকের বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইলো।বাংলাদেশ ক্রিকেট দলের বিজয় কামনা করে এবং আবারো আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতে ইতি টানছি। কথা হবে আগামী পোস্টে। খোদা হাফেজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন