MB TV এর কৃষি বিষয়ক অনুষ্ঠান "কৃষকের হাসি" দেখুন, কুইজের জবাব দিয়ে পুরষ্কার জিতুন। - Modern Bangla24

এসো গড়ি প্রযুক্তিময় ডিজিটাল বাংলাদেশ।

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭

demo-image

MB TV এর কৃষি বিষয়ক অনুষ্ঠান "কৃষকের হাসি" দেখুন, কুইজের জবাব দিয়ে পুরষ্কার জিতুন।

Responsive Ads Here
gift
অনলাইন টেলিভিশন MB TV এর কৃষি বিষয়ক নিয়মিত অনুষ্ঠান "কৃষকের হাসি" দেখুন, কুইজের জবাব দিয়ে পুরষ্কার জিতুন। হ্যাঁ, প্রিয় ভিজিটর বন্ধুরা, এখন থেকে MB TV   তে নিয়মিতভাবে প্রচারিত হবে কৃষি বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান " "কৃষকের হাসি""। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের ব্যর্থতা কাটিয়ে তাদের জীবন ভরে উঠবে সফলতায়, ফুটবে তাদের মুখে হাসি। এই উদ্দেশ্যে "কৃষকের হাসি" অনুষ্ঠানটি নিয়মিতভাবে প্রচারিত হবে। এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের সফল কৃষকদের সাক্ষাতকার এবং তাদের চাষাবাদ পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে সচিত্র প্রতিবেদন থাকবে। যা দেখে পিছিয়ে পড়া বা ব্যর্থ কৃষকেরা অনুপ্রাণিত হবেন এবং সফল কৃষকদের মত নিজেরাও কাজ করে সফল হবেন। আর "কৃষকের হাসি" র প্রতি পর্বে সকল দর্শকদের জন্য থাকবে  একটি করে কুইজ। যার জবাব দিয়ে যে কোন ব্যক্তি আকর্ষনীয় পুরষ্কার জিতে নিতে পারবেন



অনুষ্ঠান দেখতে ভিজিট করুনঃ

কুইজের জবাব দেওয়ার নিয়মঃ
প্রথমে Modern Bangla TV  এই চ্যানেল টি কে সাবসক্রাইব করতে হবে। তারপর যে পর্বের অনুষ্ঠান দেখবেন, সে অনুষ্ঠানের ভিডিও টি দেখুন। ভিডিও র মাঝেই কুইজ টি জানিয়ে দেওয়া হবে। মনোযোগ সহকারে অনুষ্ঠানটি দেখলে কুইজের জবাব দিতে পারবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ভিডিওর কমেন্ট বক্সে সঠিক উত্তর টি লিখে কুইজের জবাব দিতে হবে। উত্তরের নিচে উত্তরদাতার নাম, ঠিকানা, ইমেইল, মোবাইল নম্বর লিখতে হবে। সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে লটারীর মাধ্যমে বিজয়ী একজন পাবেন আকর্ষনীয় পুরষ্কার।


ধন্যবাদান্তে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Pages