আন্তর্জাতিক বাংলা সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে কবিরত্ন ডাঃ সুধাংশু কুমার বিশ্বাসের ভারত গমণ - Modern Bangla24

এসো গড়ি প্রযুক্তিময় ডিজিটাল বাংলাদেশ।

Breaking

Breaking News

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ২৫ মে, ২০১৬

আন্তর্জাতিক বাংলা সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে কবিরত্ন ডাঃ সুধাংশু কুমার বিশ্বাসের ভারত গমণ



একতা বিডি ডট কমঃ
গাঙচিল তেরখাদা শাখার সভাপতি ও এশিয়ান জার্নালিস্ট হিউম্যান এসোসিয়শেন(এজাহিকাপ) এর খুলনা জেলা প্রেসিডেন্ট কবিরত্ন ডাঃ সুধাংশ কুমার বিশ্বাস সাহিত্য পরিষদ,(কলকাতা,ভারত) এর আমন্ত্রণে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠান-২০১৬ তে অংশগ্রহনের জন্য আগামী ১ জুন কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তারপর ৩জুন শুক্রবার দুপুর ১২টায়  কলকাতা বাংলা
একাডেমীর নন্দন চত্বরে চারুকলা পর্ষদের অবনীন্দ্র সভাঘরে শিক্ষা মেলা পত্রিকা প্রকাশ ও গুনীজন সম্মাননা ও স্বরচিত সাহিত্য পাঠে অংশগ্রহন করবেন।অতঃপর তিনি স্বদেশের উদ্দেশ্যে রওয়না হবেন।

এদিকে সাহিত্য সফরে ভারতে যাওয়ায় তার সফল ও নিরাপদ সফর এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিবৃতি দিয়েছেন গাঙচিল তেরখাদা শাখারসাধারণ স্মপাদক মোঃ রবিউল ইসলাম, সাহিত্য সম্পাদক গাজী জাফর ইকবাল, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সোহেল শিকদার, নৃত্য সম্পাদক সুদিপ্ত বিশ্বাস, সহ- সংগীত সম্পাদক মেহেনাজ রব্বানী সেতু, প্রচার সম্পাদক আহম্মেদ আল মাসুদ, আল হিমেল রাব্বি, ইমন,  আঃ রহিম খন্দকার প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here