এবার অনলাইনে আয় করুন ফাইল আপলোড করে - Modern Bangla24

এসো গড়ি প্রযুক্তিময় ডিজিটাল বাংলাদেশ।

Breaking

Breaking News

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ১ মে, ২০১৬

এবার অনলাইনে আয় করুন ফাইল আপলোড করে

শুরুতে সকলকে জানাই সালাম, শুভেচ্ছা  প্রাণঢালা অভিনন্দন।আজ আমি লিখবো অনলাইনে বিভিন্ন প্রকার ফাইল আপলোড করে কিভাবে আয় করা যায়
ইন্টারনেটে এমন অনেক ওয়েব সাইট আছে, যেগুলো সম্পূর্ণ বিনামূল্যে ফাইল আপলোড ডাউনলোড করার সুবিধা দিয়ে থাকে আর সেই সাথে (পে পার ডাউনলোড) বেশ ভাল আয়ও করা যায় ।

আবার অনেক সাইট আছে যেখানে ফাইল আপলোড করলে বিভিন্ন শর্ত  আরোপ করে দেয়। যেমন একটি নির্দিষ্ট সময়ের  মধ্যে আপনার আপলোড করা ফাইলটি তাদের দেওয়া নির্দিষ্ট পরিমাণ ডাউনলোড না হলে আপনার ফাইল তাদের সাইট থেকে মুছে ফেলে।আবার অনেক সাইট আপনার একাউন্ট টিই মুছে ফেলে আপনাকে রিজেক্ট করে দেয়।আবার অনেকের পেমেন্ট ও খুব কম। কোন সাইটে ফাইল ডাউনলোড করতে খুব ঝামেলা। আবার কোথাও ফাইল আপলোড করতেও ঝামেলা হয়।এছাড়া আনলিমিটেড ফাইলও আপলোড করা যায় না।

আজ আমি আপনাদেরকে এমন দুটি সাইটের কথা বলবো যারা আপনাকে আনলিমিটেড ফাইল আপলোড করতে দেবে। ডাউনলোড না হলেও আপনার ফাইল মুছে ফেলবে না। আর  ফাইল ডাউনলোড করতেও কোন ঝামেলা হবে না। একজন নতুন ইন্টারনেট ইউজারও এখান থেকে সহজেই আপনার ফাইল ডাউনলোড করতে পারবে।আর ফাইল ডাউনলোড হলেই আপনার আয় হবে। 

সাইট দুটির নাম হলঃ


এবার তাহলে কাজ শুরু করা যাক।


এই সাইটে ফাইল আপলোড করা যেমন সহজ, তেমনি এখানের ফাইল ডাউনলোড করাও খুব সহজ। আর আয়ও ভাল। এই সাইটের আয়ের হারটি নিম্মরূপ। পার ডাউনলোডের জন্য এক এক দেশের ক্ষেত্রে এক এক প্রকার অর্থ পাওয়া যায়। এজন্য আপনি এমন ফাইল আপলোড করবেন যার চাহিদা বিশ্বব্যাপী হবে। কাজ শুরু করার জন্য প্রথমে এখানে ক্লিক করে ফ্রিতে রেজিষ্ট্রেশন করুন।
 
ফাইল আপলোড করার নিয়মঃ

প্রথমে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে আইডিতে লগ ইন করুন।তারপর আপলোড আইকনে ক্লিক করুন। 
*আপলোড বাটনে ক্লিক করুন।
*এবার ফাইলটি দেখিয়ে দিয়ে ইন্টার প্রেস করুন।
*এড মোর ফাইলস এর নিচে সবুজ রংয়ের আইকন এ ক্লিক করুন।
*কিছুক্ষন অপেক্ষা করুন। আপনার ফাইলটি আপলোড হয়ে যাবে।

https://userscloud.com/free1291330.html


*এবার ফাইলের ডাউনলোড লিংকটি বিভিন্ন জায়গায় (ব্লগ/ফোরাম/ওয়েব সাইট/ফেসবুক/টুইটার ইত্যাদি) শেয়ার করে সবাইকে জানিয়ে দেন। 

বিঃদ্রঃ সর্বদা নিজস্ব ফাইল আপলোড করাই উত্তম।কখনো পর্ণ বিষয়ক কোন ফাইল আপলোড করবেন না।
https://userscloud.com/free1291330.html


ডাউনলোড প্রতি ইনকামের হারঃ

https://userscloud.com/free1291330.html

টাকা উত্তোলনঃ Payment info

প্রায় সকল অনলাইন  মাধ্যমগুলো এই সাইটটি সাপোর্ট করে। তাই অর্থ উত্তোলন নিয়ে কোন ঝামেলা নেই। নিচে বিস্তারিত দেখুন কি কি ভাবে আপনি অর্থ উত্তোলন করতে পারবেন।
Minimal payout is:
$5
Payment Methods:
Bitcoin, Payza, Paypal, Perfect Money, Webmoney, Amazon Gift Card, Payoneer, Wire Transfer


Paypal:
Invoice required, Only payment up to 25 USD. Invoice guide!
Weekly Payment:
Amount up to 25 USD will get paid weekly. Not for Paypal Payments.
Wire Transfer:
$200 Minimum + $13 Fee, Contact Us to use Wire Transfer.
Payment date:
First payment in 24 hours. Next payment 4 weeks after requesting the payment.
Minimum Withdraw
Payoneer: 50 USD, Wire Transfer: 200 USD
এ বিষয়ে আরো টিউটোরিয়াল পেতে আমার www.modernbangla24.blogspot.com এই সাইটে ভিজিট করতে পারেন।




এখানে আপনি অডিও, ভিডিও, ডকুমেন্ট ফাইল,ছবি, মুভি, সফটওয়্যারসহ বিভিন্ন প্রকার  ফাইল একদম ফ্রিতে যতখুশি তত আপলোড করতে পারবেনএই আপলোডকৃত ফাইলগুলো যে কেউ ডাউনলোড করতে পারবেন। আর এতে আপনার হবে। তাহলে এখনি এখানে ক্লিক  করে  ফ্রি রেজিস্ট্রেশন করুন। 
আর ফাইল আপলোড করুন এবং অর্থ উপার্জন শুরু করুন।

ফাইল আপলোড করার নিয়মঃ
*প্রথমে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে আইডিতে লগ ইন করুন।তারপর
*ফাইল আপলোড করা খুব সহজ। প্রথমে আপলোড বাটনে ক্লিক করুন।
*এবার  Click to Upload Files(S) এর উপরে ক্লিক করুন। এবার ফাইলটি দেখিয়ে দিয়ে ইন্টার চাপুন।কাজ হয়ে গেল।

বড় ফাইল হলে আপলোড হতে একটু সময় লাগবে। আপলোড সম্পূর্ণ হলে আপনাকে ও ফাইলের ডাউনলোড লিংক দিয়ে দিয়ে দিবে। আপনি ঐ লিংকটি কে এবার বিভিন্ন স্থানে শেয়ার করবেন আর কিছু করতে হবে না। দেখবেন  এতেই আপনার ফাইল ডাউনলোড হচ্ছে এবং আপনার আয় হচ্ছে।প্রত্যেক ডাউনলোড এর জন্য আপনি  টাকা পাবেন।
এছাড়াও বিভিন্ন স্থানে Ziddu Referral Banners বা লিংক ব্যবহার করেও আয় করতে পারবেন। এ বিষয়ে আরো টিউটোরিয়াল পেতে আমার www.modernbangla24.blogspot.com এই সাইটে ভিজিট করতে পারেন। 

বিঃদ্রঃ সর্বদা নিজস্ব ফাইল আপলোড করাই উত্তম।কখনো পর্ণ বিষয়ক কোন ফাইল আপলোড করবেন না। 


এছাড়াও এই সাইট থেকে আপনি আরো বিভিন্ন ভাবে অর্থ উপার্জন করতে পারবেন সাথে আপনার উপার্জিত টাকা দিয়ে বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী ক্রয়ও করতে পারবেন। যেটা আপনি সাইটে গেলেই বুঝতে পারবেন
 
http://www.ziddu.com/register.php?referralidn=WDAGTTK
 
টাকা উত্তোলনঃ
আপনার আয় ১০ডলার হলেই আপনি পেপাল বা মানিবুকারস থেকে সহজেই উত্তোলন করতে পারবেন

সকলকে আবারো আন্তরিক সালাম,শুভেচ্ছা ও  অভিনন্দন জানিয়ে ইতি টানছি। কথা হবে আগামী পোস্টে। সে পর্যন্ত ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।

আমার সাইটে সকলকে আমন্ত্রণ রইলো।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here