শুরু হল মোঃ রবিউল ইসলাম এর রচনা, পরিচালনা ও প্রযোজনায় প্রযুক্তি নির্ভর নাটক "জাদুর আংটি"। - Modern Bangla24

এসো গড়ি প্রযুক্তিময় ডিজিটাল বাংলাদেশ।

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬

demo-image

শুরু হল মোঃ রবিউল ইসলাম এর রচনা, পরিচালনা ও প্রযোজনায় প্রযুক্তি নির্ভর নাটক "জাদুর আংটি"।

Responsive Ads Here
4
আজ বৃহস্পতিবার সকালে তেরখাদায় বৈশাখী মেলার অনুষ্ঠানে শুটিং এর মধ্য দিয়ে নাটকটির শুটিং এর  আনুষ্ঠানিক উদ্ভোধন হয়। উপজেলার বিভিন্ন স্থানে সারা দিনে বেশ কয়েকটি দৃশ্যের শুটিং ও সম্পন্ন হয়েছে। নাটকে অভিনয় করছেন- খোকন, সেতু, সোহেল, সুদিপ্ত, রাব্বি, জহির, ইকবাল,রবিউলসহ কবি ও কষ্ট টেলিফিল্ম এর বিভিন্ন শিল্পীবৃন্দ। নাটকে সহকারী পরিচালক ও চিত্রগ্রহণে রয়েছেন মনিরুজ্জামান খোকন। খুব শিঘ্রই নাটকটির শুটিং সম্পন্ন হবে বলে জানা যায়। নাটকের সকল প্রকার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Pages