তেরখাদায় ইনোভেসন কমিটির সভা ও মডার্ন বাংলা টিভি (অনলাইন)এর উদ্ভোধন - Modern Bangla24

এসো গড়ি প্রযুক্তিময় ডিজিটাল বাংলাদেশ।

Breaking

Breaking News

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭

তেরখাদায় ইনোভেসন কমিটির সভা ও মডার্ন বাংলা টিভি (অনলাইন)এর উদ্ভোধন



মডার্ন বাংলা২৪.কমঃ
তেরখাদায় গত বুধবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে ইনোভেসন ক্যাসকেডিং, মাল্টিমিডিয়া কাসরুম ও ইউডিসি উদ্যোক্তাদের সাথে মত বিনিময় সভা এবং উপজেলা ইনোভেশন কমিটির সভা  অনুষ্ঠিত হয়সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ গিয়াস উদ্দিন আহম্মেদঅনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউডিসি উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেনসভার পূর্বে বেলা ২টায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ গিয়াস উদ্দিন আহম্মেদ উপজেলার ২নং বারাসাত ইউনিয়ন পরিষদ এর কার্যালয় পরিদর্শন করেন পরিদর্শনকালে তিনি উত্তর খুলনার প্রথম স্থানীয় ই-কমার্স সাইট www.itworld24.kingeshop.com ও তেরখাদার সরকারী বেসরকারী পর্যায়ের সেবা সহজীকরণ, শিক্ষা,  শান্তি ও  উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ের প্রচারের জন্য তৈরী অনলাইন টিভি Modern Bangla TV (www.mbtv22.webs.com ) এর উদ্ভোধন করেনএটি ইউটিউবে গিয়ে Modern Bangla TV লিখে সার্চ করলেও  পাওয়া যাবে এবং সেখানে গিয়ে অনুষ্ঠানমালা দেখা যাবে উপজেলা প্রশাসনের সহযোগিতায়
এখানে উপজেলার বিভিন্ন অফিসের প্রদত্ত সেবা প্রদানে সহজীকরন, কৃষি, শিক্ষা, সহ সার্বিক উন্নয়নমূলক বিভিন্ন অনুষ্ঠান, কথিকা, নাটক, টেলিফিল্ম, ডকুমেন্টারী, প্রামাণ্য চিত্র, শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান  সহ রকমারী অনুষ্ঠান থাকবে। যার নির্মাণ কাজ চলছে। এছাড়া উপজেলা প্রশাসনের উদোগে তেরখাদায় তেরখাদা টিভি খুব শিঘ্র আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
অন্যদিকে আইটিওয়ার্ল্ড২৪(www.itworld24.kingeshop.com) এ গিয়ে বই-পত্র, ইলেক্ট্রনিক্স পণ্য সহ স্থানীয় ও অন্যান্য বিভিন্ন ক্যাটাগরীর পণ্য সহজেই ক্রয় করা যাবে। উদ্ভোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেন, বারাসাত ইউপি চেয়ারম্যান কেএম আলমগীর হোসেন, ইউডিসি উদ্যোক্তা মোঃ রবিউল ইসলাম উপস্থিত ছিলেনপরবর্তীতে তিনি বারাসাত ইউনিয়ন কমপ্লেক্স ভবন নির্মানের স্থান পরিদর্শন করেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here