আজ আপনাদের জন্য নিয়ে এলাম ব্লগিং প্রতিযোগিতার খবর। যেখানে আপনি আকর্ষনীয় সফল ব্লগ লিখে জিতে নিতে পারেন আকর্ষনীয় পুরস্কার। তাহলে আর অপেক্ষা কেন। এক্ষুনিই শুরু করে দিন। বিস্তারিত জানতে নিচের পোস্ট টি পড়ুন।
একতা বিডি ডট কম
মোরা এগিয়ে যাবো এক সাথে ।
পড়ুন, লিখুন, ফ্রি বিজ্ঞাপন দিন, পুরষ্কার জিতুন !
<<< ব্লগিং প্রতিযোগিতা >>>
আইসিটি,
আউটসোর্সিং, গ্রাফিক্স, সফটওয়্যার, ই-কমার্স, এন্ড্রায়েড, ওয়েব ডিজাইন
এন্ড ডেভলপমেন্ট, প্রোগামিংসহ কম্পিউটার ও ইন্টারনেট বিষয়ের উপর লিখে
ইংরেজি মাসের ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক পয়েন্ট অর্জনকারী
জিতে নিন আকর্ষনীয় পুরষ্কার !!!প্রতিযোগিতায় অংশ নিতে এখানে ক্লিক করুন।
বিজয়ী নির্বাচনের পদ্ধতিঃ
প্রতি ইংরেজি মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যে সর্বোচ্চ সংখ্যক সফল পোস্টকারী ও সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী বিজয়ী হবেন।
সফল পোস্ট কি ?
কোন ব্যক্তি পোস্ট করার পর এডমিন সেটি প্রকাশ করলে ঐ পোস্টটি সফল পোস্ট বলে গণ্য হবে। এবার এই সফল পোস্টটি যতবার পড়া হবে ঐ পোস্টের লেখক ততবেশি পয়েন্ট অর্জন করবেন। এছাড়া প্রতি পজেটিভ কমেন্ট, লাইক, শেয়ার এর জন্যও একই পরিমাণ পয়েন্ট পাবেন। এভাবে সর্বোচ্চ সংখ্যক পয়েন্ট অর্জনকারী বিজয়ী হবেন।
উদাঃ মিস্টার ক ১ থেকে ১৫ তারিখের মধ্যে সোট ১০ টি সফল পোস্ট করলেন। প্রত্যেকটি পোস্ট ১০ বার করে পড়া হল, ১০ টি লাইক, ১০ টি শেয়ার ও ১০ টি পজেটিভ কমেন্ট অর্জন করলো। অর্থাৎ তার মোট পয়েন্ট হল-
১০ বার করে পড়া*১০=১০০
১০ টি লাইক *১০=১০০
১০ টি শেয়ার*১০=১০০
১০ টি পজেটিভ কমেন্ট *১০=১০০
সুতরাং মিস্টার ক এর মোট পয়েন্ট হল ৪০০।
• একজন প্রতিযোগীকে ১ থেকে ১৫ তারিখের মধ্যে অবশ্যই কমপক্ষে ৫টি সফল পোস্ট করতে হবে।বেশি যত ইচ্ছা করা যাবে।
• পোস্ট পাবলিশ হওয়ার পর আপনার ফেসবুক, টুইটার সহ অন্যান্য সোসাল সাইটে শেয়ার করুন। তাহলে আপনার পোস্টটি বেশি পয়েন্ট অর্জন করবে।
• রাজনৈতিক, অশ্লীল কোন পোস্ট করা যাবেনা।এতে আপনার সদস্যতাও বাতিল হতে পারে।
• কপি পেস্ট করা যাবে না। (এক জনের লেখা নিজের নামে চালানো যাবে না)
• পোস্টের হেডলাইন টাইটেল এর ঘরে ইংরেজিতে লিখুন।এবং মূল বডিতে পুনরায় পোস্টের টাইটেল বাংলায় লিখুন। তারপর সম্পূর্ণ পোস্টটি বাংলায় লিখুন।
• ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক পয়েন্ট অর্জনকারী বিজয়ী হবেন।সাইটে বিজয়ীর নাম ঠিকানা প্রকাশ করা হবে।বিজয়ী ব্যক্তিকে ডাকে/কুরিয়ারে পুরষ্কার পাঠিয়ে দেওয়া হবে।
• পরবর্তী ঘোসনা না দেওয়া পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।
• সর্বক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হইবে।
• প্রতিযোগিতায় অংশ নিতে এখানে ক্লিক করে ফ্রি রেজিস্ট্রেশন করুন। তারপর পোস্ট করা শুরু করুন।
• পোস্ট করার নিয়ম জানতে এখানে ক্লিক করুন।
• রেজিস্ট্রেশন করার নিয়ম জানতে এখানে ক্লিক করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন