বর্তমানে অনলাইনে আয় করার রয়েছে অনেক মাধ্যম। তার মধ্যে সব থেকে সহজ মাধ্যম হল ফাইল আপলোড করে আয় করা। ইন্টারনেটে এমন অনেক ওয়েব সাইট আছে, যেগুলো সম্পূর্ণ বিনামূল্যে ফাইল আপলোড ও ডাউনলোড করার সুবিধা দিয়ে থাকে আর সেই সাথে (পে পার ডাউনলোড) বেশ
ভাল আয়ও করা যায়।
আবার অনেক সাইট আছে
যেখানে ফাইল আপলোড করলে বিভিন্ন শর্ত আরোপ করে দেয়। যেমন একটি নির্দিষ্ট
সময়ের মধ্যে আপনার আপলোড করা ফাইলটি তাদের
দেওয়া নির্দিষ্ট পরিমাণ
ডাউনলোড না হলে আপনার ফাইল তাদের সাইট থেকে মুছে ফেলে।আবার অনেক সাইট আপনার একাউন্ট টিই মুছে ফেলে আপনাকে রিজেক্ট করে দেয়।আবার অনেকের পেমেন্ট ও খুব কম। কোন সাইটে ফাইল ডাউনলোড করতে খুব ঝামেলা। আবার কোথাও ফাইল আপলোড করতেও ঝামেলা হয়।এছাড়া আনলিমিটেড
ফাইলও আপলোড করা যায় না।
আজ আমি আপনাদেরকে এমন
একটি সাইটের কথা বলবো যারা আপনাকে আনলিমিটেড ফাইল আপলোড করতে দেবে। ডাউনলোড না হলেও আপনার ফাইল মুছে ফেলবে না। আর ফাইল ডাউনলোড করতেও কোন ঝামেলা হবে না।
একজন নতুন ইন্টারনেট ইউজারও এখান থেকে সহজেই আপনার ফাইল ডাউনলোড করতে পারবে।আর ফাইল ডাউনলোড
হলেই আপনার আয় হবে।
সাইটটির নাম হলঃ
এবার তাহলে কাজ শুরু করা যাক।
এই সাইটে ফাইল আপলোড
করা যেমন সহজ, তেমনি এখানের ফাইল ডাউনলোড করাও খুব সহজ। আর আয়ও ভাল। এই সাইটের আয়ের হারটি নিম্মরূপ। পার ডাউনলোডের জন্য এক এক দেশের ক্ষেত্রে এক এক প্রকার অর্থ পাওয়া যায়। এজন্য আপনি এমন
ফাইল আপলোড করবেন যার চাহিদা
বিশ্বব্যাপী হবে। কাজ শুরু করার জন্য প্রথমে এখানে
ক্লিক করে ফ্রিতে রেজিষ্ট্রেশন করুন।
ফাইল আপলোড করার নিয়মঃ
প্রথমে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে আইডিতে লগ ইন করুন।
*তারপর আপলোড আইকনে ক্লিক করুন।
*আপলোড বাটনে ক্লিক করুন।
*এবার ফাইলটি দেখিয়ে দিয়ে ইন্টার প্রেস করুন।
*এড মোর ফাইলস এর নিচে সবুজ রংয়ের আইকন এ ক্লিক করুন।
*কিছুক্ষন অপেক্ষা করুন। আপনার ফাইলটি আপলোড হয়ে যাবে।
*এবার ফাইলের ডাউনলোড লিংকটি বিভিন্ন জায়গায় (ব্লগ/ফোরাম/ওয়েব
সাইট/ফেসবুক/টুইটার ইত্যাদি) শেয়ার করে সবাইকে জানিয়ে দেন।
বিঃদ্রঃ সর্বদা নিজস্ব ফাইল আপলোড করাই উত্তম।কখনো
অবৈধ কোন ফাইল আপলোড করবেন না।
আগেই বলেছি এই সাইটে ফাইল আপলোড এবং ডাউনলোড করা খুব সহজ। বিশ্বাস না করলে এখানে ক্লিক করে একটি নাটক ডাউনলোড করে দেখতে পারেন।
(প্রথমে কোন ফাইল ডাউনলোড করে সত্য মিথ্যা যাচাই করে নিন।)
ফাইল সাইজঃ ৩০২ মেগাবাইট
ফাইল ফর্মেটঃ 3gp
ফাইল সাইজঃ ১৫৫ মেগাবাইট
ফাইল ফর্মেটঃ 3gp
এন্ড্রোয়েড মোবাইল অ্যাপসঃ
একটি মাত্র ব্রাউজার দিয়ে ফেসবুক, জিমেইল, ইয়াহু, টুইটার ও লিংকডিন চালাতে পারবেন। ফাইল সাইজঃ 04 মেগাবাইট। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
এতোক্ষণে নিশ্চই পরীক্ষা
করা হয়ে গেছে। যদি এই সাইট থেকে ফাইল ডাউনলোড করতে কোন সমস্যা না হয়ে থাকে, তাহলে এখানে কাজ করাই ভাল। কারণ আপনি এমন কোন সাইটে ফাইল আপলোড করবেন না, যেখান থেকে ডাউনলোড করা সবার পক্ষে সম্ভব না। বা খুব ঝামেলাপূর্ণ। সব দিক বিবেচনা করে আমার মতে এই সাইটে কাজ করাই ভাল। আর এখানে উপার্জনও তো ভাল। তাহলে আর দেরি কেন। এখনি শুরু করে দিন।
সকলকে আবারো আন্তরিক সালাম,শুভেচ্ছা ও
অভিনন্দন জানিয়ে ইতি টানছি। কথা হবে আগামী টিউনে। সে পর্যন্ত ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন