এখন একটি মাত্র ব্রাউজারে দিয়ে এক সাথে ব্যবহার করুন জিমেইল,ইয়াহু,ফেসবুক, টুইটার, লিংকডিন। - Modern Bangla24

এসো গড়ি প্রযুক্তিময় ডিজিটাল বাংলাদেশ।

Breaking

Breaking News

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ১ অক্টোবর, ২০১৬

এখন একটি মাত্র ব্রাউজারে দিয়ে এক সাথে ব্যবহার করুন জিমেইল,ইয়াহু,ফেসবুক, টুইটার, লিংকডিন।



আমরা জিমেইল,ইয়াহু,ফেসবুক, টুইটার, লিংকডিন ইত্যাদি ব্যবহার করি। আর এগুলো চালানোর জন্য আমাদেরকে ভিন্ন ভিন্ন ব্রাউজার বা এ্যাপস ব্যবহার করতে হয়। যেমন আপনি যদি কোন ব্রাউজার থেকে আপনার জিমেইল চেক কতে চান তাহলে আপনার আইডতে লগ ইন করে তারপর স্বাভাবিকভাবেই তা করতে হবে। কিন্তু আপনি জিমেইল এ্যাপস ব্যবহার করে আরো সহজেই জিমেইল ব্যবহার করতে পারেন। আজ আমি নিয়ে এলাম এর থেকেও সুবিধাজনক একটি এ্যাপস। যেটি ব্যবহার করে  আপনি একই সাথে জিমেইল,ইয়াহু,ফেসবুক, টুইটার, লিংকডিন একাউন্ট চালাতে পারবেন। এই এ্যাপসটি নাম হল 1in5Browser.  ফ্রি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

এ্যাপসটি
ইনস্টল করার পর উপরে আপনার কাঙ্খিত ট্যাবে ক্লিক করলেই জিমেইল,ইয়াহু,ফেসবুক, টুইটার, লিংকডিন এর লগ ইন পেজ পেয়ে যাবেন। এবার আপনি একবার লগ ইন করে রিমেম্বার করে রাখুন। তাহলে ব্যবহার করতে সুবিধা হবে। তবে সর্বদা অন্যের হাত থেকে সাবধান থাকবেন।তারমানে আপনার মোবাইল ফোনটি কে অন্যদের ব্যবহার করতে না দেওয়াই ভাল। যেহেতু আপনার আইডি সর্ব সময় লগ ইন অবস্থায় থাকবে। তবে আপনি লগ আউট করে রাখলে কোন অসুবিধা নেই।

এ্যাপসটি সহজেই যে কোন ইউজার ব্যবহার করতে পারবেন। সকলকে আবারো সালাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতে ইতি টানছি। খোদা হাফেজ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here