কম্পিউটারে
লেখার সময় নিশ্চই খেয়াল করেছেন- আপনি একটি শব্দ লিখলে কখনো ঐ শব্দের নিচে একটা লাল
দাগ আবার কখনো সবুজ দাগ চলে আসে। আসুন জেনে নিই এটা কেন হয়। কোন শব্দ লেখার পর যদি
তার নিচে লাল দাগ আসে, তাহলে বুঝতে হবে ঐ শব্দের বানানটি সঠিক নয়। কিন্তু সঠিক বানান
কি হবে তা হয়তো আপনার ঐ মুহুর্ত্যে মনে নেই। এমন পরিস্থিতিতে কি করবেন ?
ভুল তো আর
লেখা যাবে না; তাই না ! ঐ শব্দটার সঠিক বানান আপনি আপনার কম্পিউটারেই পাবেন। কিন্তু
কিভাবে ? যে শব্দটির নিচে লাল দাগ এসেছে তার উপর কারসর রেখে মাউসের ডান বাটনে ক্লিক
করুন। সাথে সাথে ঐ শব্দের সঠিক বানানটি পেয়ে যাবেন। এবার ঐ সঠিক শব্দটির উপর মাউসের
বাম বাটনে ক্লিক করলে আপনার লেখা ভুল শব্দটি সঠিক হয়ে যাবে এবং ঐ শব্দের নিচে সবুজ
দাগ চলে আসবে। তাহলে এবার নিশ্চই বুঝতে পেরেছেন যে, শব্দের নিচে সবুজ দাগ থাকার মানে
হল ঐ শব্দের বানানটি সঠিক আছে।
নোট:
আপনি যে শব্দ লিখবেন সেটি কম্পিউটারের অভিধানে থাকতে হবে।না থাকলে কিন্তু কাজ হবে না।
যেমন ধরুন আপনি আপনার নাম লিখলেন, এখন আপনার নামটি তো কম্পিউটারের অভিধানে নেই, তাই
না।)
মোঃ রবিউল ইসলাম
এডমিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন