মাঝি (কবিতা) - Modern Bangla24

এসো গড়ি প্রযুক্তিময় ডিজিটাল বাংলাদেশ।

Breaking

Breaking News

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

মাঝি (কবিতা)


-মোঃরবিউল ইসলাম
লেখক, নাট্য পরিচালক ও অভিনেতা এবং ছাত্র
তেরখাদা নর্থ খুলনা কলেজ, রাষ্ট্রবিজ্ঞান(অনার্স),তৃতীয় বর্ষ।
সাধারণ সম্পাদক, গাঙচিল, তেরখাদা শাখা, খুলনা।


ও জীবন নায়ের মাঝি
কোন পথে চালাও তরী।
উজান পেয়ে নীড়ের ঠিকানা
গিয়েছো কি ভুলি ?

রঙিন পাল তুলে মাঝি
উঠেছো গানের ছন্দে মাতি।
এভাবে দিয়েছো কত পথ পাড়ি
নীড়ের ঠিকানা ভুলেছো ঠিকই।


ডেকেছে তোমায় বৃদ্ধ মাঝি
তুমি তা শোনো নি।
উজান পেয়ে মাঝি
দিয়েছো সেথা পাড়ি।

নিরালে ভেবে দেখো আজি
ভুল পথে তুমি ছেড়েছো তরী।
এখন ঘুরাও মাঝি
তোমার ঐ ভাঙ্গা তরী।

নীড়ের ঠিকানা প্রতিকূলে হলেও
দিতে হবে যে পাড়ি।
নদীতে যতই উঠুক বারি
আসল নীড়ে ভিড়াতেই হবে তরী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here