২০১৫ সালের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার
ফলাফল আগামী ৩১ডিসেম্বর প্রকাশিত হবে। সূত্র মতে জানা যায়, ৩১ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর ফল হস্তান্তর করা হবে। এরপর দুপর ১ টার
পরে অনলাইনে ফলাফল প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক
মোঃ আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন। আসুন এবার জেনে নেওয়া যাক কিভাবে জানবেন এই
ফলাফল…
প্রথমে এই লিংকে ক্লিক করুন। তারপর সবকিছু ঠিক মতো লিখে সাবমিট বাটনে ক্লিক করুন।
DPE<space> আপনার উপজেলা/থানার নাম <space>রোল নম্বর<space>পাশের বছর
এরপর Send করুন 16222 নম্বরে।
উদাহরণ:
DPE TEROKHADA 34157 2015 Send করুন 16222 নম্বরে।
মোবাইলে এসএমএস এর মাধ্যমে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল জানার নিয়মঃ
মাদ্রাসা বোর্ডের প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষার ফলাফল পেতে শুধু DPE এর স্থলে EBT লিখতে হবে। বাকি নিয়ম অপরিবর্তিত থাকবে।
উদাহরণঃEBT TEROKHADA 34589 2015 Send করুন 16222 নম্বরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন